কি ভাবে পাইকারি গ্রাহক হবেন (B2B Wholesale) ?

আপনি আমাদের এই পেজ https://pixistyle.com এ আমন্ত্রিত।


পেজের উপরে ডান দিকে "Register" এ ক্লিক কারুন। যেমনটি এই ছবিতে দেখছেন। তারপর নিচের এই ছবিটির মত একটি ফর্ম পাবেন।

ফর্মে নাম, ইমেইল, ফোন, কোম্পানির নাম ও এড্রেস দিয়ে ফর্ম পুরন করুন। 


সম্পূর্ণ ফর্ম পুরন করে আপনার পছন্দ মত "Password" দিয়ে "Continue" এ ক্লিক কারুন।

আপনার সাধারণ গ্রাহক হিসাবে "Registration" সম্পন্ন হয়ে গেল। এবার পাইকারি গ্রাহক হতে নিম্নের ধাপ অনুসরণ কারুন।


উপরে ডান পাশ হতে "Contact" এ ক্লিক কারুন। নিম্নের ছবিটি দেখুন।


"Contact" এ ক্লিক করলে নিম্নের ফর্মটি পাবেন। এখানে আপনার নাম, ইমেইল দিয়ে "B2B Whoelsale" সিলেক্ট করুন। তারপর মেসেজে আপনার আবেদন লিখুন এবং আপনার ভিজিটিং কার্ডের ছবি "Upload File" এ ক্লিক করে আপলোড করুন।


পরিশেষে "SUBMIT" এ ক্লিক করুন।

অতঃপর অতিসত্তর আমরা আপনার একাউন্টটি পাইকারি করে ফোন করব। আর আপনি পাইকারি দামে পণ্য কিনতে পারবেন।

- pixistyle অ্যাডমিন


LOOK AT OUR VIDEO EXAMPLE